
প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। হারালেন দীর্ঘদিনের প্রিয় সঙ্গী ও সহকর্মী, প্রসাধনী শিল্পী অশোক সওয়ান্তকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে সেই শোকবার্তা শেয়ার করেছেন তিনি। অভিষেক জানান, তার অভিনয়জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত অশোক সাওয়ান্ত ছিলেন সঙ্গে। পেশার সীমা পেরিয়ে একসময় পারিবারিক সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন দুজন। তাই তার মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছেন জুনিয়র বচ্চন। রোববার (৯ নভেম্বর) মারা যান অশোক সওয়ান্ত। মৃত্যুসংবাদ জানিয়ে অভিষেক লেখেন, ‘২৭ বছর ধরে অশোক দাদা ও আমি একসঙ্গে কাজ করেছি। প্রথম দিন থেকেই উনি আমার প্রসাধনের দায়িত্বে ছিলেন। শুধু আমার টিম নয়, উনি আমাদের পরিবারেরই একজন ছিলেন। তার দাদা দীপক আমার বাবার প্রসাধন করেছেন গত ৫০ বছর ধরে।’ অভিনেতা আরও জানান, প্রথম শুটিংয়ের দিন সেটে যাওয়ার আগে অশোক দাদার পা ছুঁয়ে...