
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ||রাইজিংবিডি.কম গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে সংঘর্ষে হাতের চারটি আঙুল হারিয়েছেন একটি গ্যাংয়ের প্রধান। রবিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে টঙ্গীর ভরান এলাকায় এ সংঘর্ষ হয়। এতে একই গ্রুপের অপর দুই সদস্য আবির (২৪) ও সিয়াম (২৪) আহত হয়েছেন।আরো পড়ুন:মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ, গৌরীপুর বিএনপির আহ্বায়কসহ ৫ জন বহিষ্কারশিক্ষকদের ছত্রভঙ্গ করা নিয়ে যা জানাল পুলিশ মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ, গৌরীপুর বিএনপির আহ্বায়কসহ ৫ জন বহিষ্কার পুলিশ জানিয়েছে, রাত ৮টার দিকে টঙ্গীর ভরান এলাকায় দুটি কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়ো হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে ‘ভরানের সৈকত বাহিনী’ নামের কিশোর গ্যাংয়ের সদস্যরা ‘তাসরিফ বাহিনী’র প্রধান তাসরিফের (২৫) বাম হাতের চারটি আঙুল কেটে নেয়। এ সময় আবির ও সিয়ামকে ধারালো অস্ত্র...