
গাজীপুরের কাপাসিয়ায় রাতের আঁধারে এক কৃষকের এক হাজার কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। এতে সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। শনিবার (৮ নভেম্বর) রাতে চারজনের নাম উল্লেখসহ আরো ছয়জনকে অজ্ঞাত আসামি করে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দেন ক্ষতিগ্রস্ত রুস্তম আলী। তিনি উপজেলার টোক ইউনিয়নের টোকনগর গ্রামের মৃত শহর আলীর ছেলে।আরো পড়ুন:মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহতজাবি প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জাকসুর অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- টোক ইউনিয়ন পরিষদের সদস্য ও টোকনগর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শফিকুল ইসলাম কবির (৫০), একই গ্রামের সোহেল (৩৫), ইসলামপুর গ্রামের মৃত আব্দুল হামিদ চৌধুরীর ছেলে ইকবাল চৌধুরী (৫৫) এবং কাশেঁরা গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে বাদল মিয়া (৫৫)। কৃষক রুস্তম...