
বলিউডের আলোচিত মুখ, অভিনেত্রী সেলিনা জেটলির জীবনে নেমে এসেছে এক অঘটন। সংযুক্ত আরব আমিরাতে এক বছরের বেশি সময় ধরে আটক রয়েছেন তার ভাই, ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা মেজর বিক্রান্ত কুমার জেটলি। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন সেলিনা, ভাইয়ের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে তার উদ্বেগ ক্রমেই বাড়ছে। পরিবারের এই কঠিন পরিস্থিতি যেন হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলেছে বলিউডের এই অভিনেত্রীকে।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, এ বিষয়ে সেলিনা জেটলি তার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। সেখানে এই অভিনেত্রী বলেন, ‘আমার ডাম্পি, আশা করি তুমি ভালো আছো, আশা করি তুমি জানো আমি তোমার পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছি। আশা করি তুমি জানো, আমি একরাতও তোমার জন্য না কেঁদে ঘুমাতে পারি না।’ভাই বিক্রান্তের দেশে ফেরার অপেক্ষায় সেলিনা। তিনি আরও বলেন, ‘তুমি জানো, তোমার জন্য আমি...