
বর্ণাঢ্য আয়োজনে যশোরে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় দারুণ জয় পেয়েছে সদর উপজেলা দল। স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সদর দল ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে শার্শা উপজেলা দলকে। খেলায় সদর উপজেলা দলের বিদেশী খেলোয়াড় বুয়েটিন একাই করেন ৩ টি গোল। তিনি গোল ৩ টি করেন ম্যাচের ২৭, ৪২ ও ৪৮ মিনিটে। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার পান হ্যাটট্রিক করা খেলোয়াড় বুলেটিন। টুর্নামেন্টে ২টি গ্রুপে ৮টি দল অংশ নিচ্ছে। ক গ্রুপের আছে-শার্শা, কেশবপুর, মনিরামপুর ও ঝিকরগাছা। খ গ্রুপের দল-সদর, চৌগাছা, অভয়নগর ও বাঘারপাড়া। জেলা প্রশাসনের আয়োজনে হচ্ছে এ টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। খেলা শুরুর আগে বেলুন ও ফেসটুন উড়িয়ে টুর্নামেন্টর উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ফিরোজ শাহ। পরে শান্তি প্রতিক...