
শ্যামল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছায় গভীর রাতে আবারও কৃষকের দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার জাহাঙ্গীরপুর দক্ষিণপাড়া মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় ১৪-১৫ জন কৃষক মিলে গভীর নলকূপটি স্থাপন করেন, যা তত্ত্বাবধান করেন ওই এলাকার কৃষক নজরুল ইসলাম। ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জানান, নলকূপটির নিরাপত্তার জন্য রাতে একজন পাহারাদার থাকেন। তবে অসুস্থতার কারণে তিনি সেদিন দায়িত্বে ছিলেন না। পরদিন সকালে স্থানীয় এক পথচারীর ফোন পেয়ে নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দেখেন, দুটি নলকূপের ট্রান্সফরমার ও তার উধাও। চুরিকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা। তিনি বলেন, “চুরির পরপরই মৌখিকভাবে বিদ্যুৎ অফিসে জানিয়েছি। লিখিত অভিযোগও দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।” যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর চৌগাছা জোনাল অফিসের ডিজিএম আরিফুল...