
ফল আমদানির ক্ষেত্রে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন প্রথা চালু থাকায় দীর্ঘ ১১ বছর বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আপেল ফল আমদানি শুরু হয়েছে। এদিকে দীর্ঘদিন পর বন্দর দিয়ে ফল আমদানি শুরু হওয়ায় বন্দরে কর্মরত শ্রমিক ও সিআ্যন্ডএফ এজেন্টগনের মধ্যে কর্মচাঞ্চ্যলতা ফিরতে শুরু করেছে। রবিবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটায় ভারত থেকে আমদানিকৃত আপেল বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দীর্ঘদিন বন্ধের পর পুনরায় ফল আমদানি শুরু হয়েছে। চট্টগ্রামের খাজা আজমির ট্রেডিং নামের আমদানিকারক প্রতিষ্ঠান ২৫টন আপেল আমদানি করেছেন যা ভারতের মালদার ভাই ভাই এন্ট্রারপ্রাইজ নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান রপ্তানি করেছেন। বন্দরে আমদানিকৃত আপেল খালাসের জন্য কাস্টমসে বিলঅবএন্ট্রি সাবমিট থেকে শুরু করে পণ্যের পরীক্ষণ শুল্কায়ন কার্যক্রম চালানোর জন্য আমদানিকারক মনোনীত সিআ্যন্ডএফ যে সকল প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পূর্ণ করতে প্রস্তুতি গ্রহণ...