
০৯ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০১:২৫ পিএম ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে শনিবার (৮ নভেম্বর) প্রথম নির্ধারিত মালবাহী (কার্গো) ট্রেন ইরানের অ্যাপ্রিন শুল্ক বন্দরে পৌঁছেছে। এটি ইরান, রাশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে নিয়মিত রেল যোগাযোগ স্থাপনের দিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়ার মস্কো থেকে প্রায় ৯০০ কিমি উত্তরে ট্রেন যাত্রা শুরু করে। ট্রেনে ছিল ৬২টি চল্লিশ ফুটের কন্টেইনার, যার মধ্যে কাগজজাত পণ্য, পাল্প এবং সম্পর্কিত সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। এসব পণ্য ইরান ও ইরাকের উদ্দেশ্যে পাঠানো হবে। ট্রেনটি কাজাখস্তান ও তুর্কমেনিস্তান অতিক্রম করে ইনচে বোরুন সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করে এবং ১২ দিনের যাত্রার পর অ্যাপ্রিনে পৌঁছায়। তেহরানের নিকটে অবস্থিত এপ্রিন ড্রাই পোর্ট বর্তমানে ইরানের সবচেয়ে বড় রেল...