
রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা–২০২৫ এ নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার (৮ নভেম্বর)। এবারের আসরে নারী বিভাগে আনসার ও ভিডিপি ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৩টি তাম্রসহ মোট ১৪টি পদক জিতে দলীয় চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বিকেএসপি ১টি স্বর্ণ ও ৪টি তাম্র পদক নিয়ে প্রথম রানারআপ এবং বাংলাদেশ সেনাবাহিনী ১টি স্বর্ণ পদক অর্জন করে দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. মো. মোখলেছুর রহমান। তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অর্জনের এই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার...