
একক প্রচেষ্টার দর্শনীয় গোলে পথ দেখালেন লিওনেল মেসি। পরে করলেন আরও এক গোল। একটি গোলে রাখলেন সরাসরি অবদান। অ্যাসিস্টে স্পর্শ করলেন নতুন মাইলফলক, যে উচ্চতায় আগে ওঠেনি কেউ। মেজর লিগ সকারের প্লে অফে ন্যাশভিলকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল ইন্টার মায়ামি।ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (৯ নভেম্বর) সকালে সফরকারীদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হাভিয়ের মাসচেরানোর দল। প্রত্যক্ষ বা পরোক্ষোভাবে চার গোলেই ছিল সেমির অবদান। এই জয়ে তিন ম্যাচ সিরিজের প্লে-অফে ২-১ ব্যবধানে এগিয়ে শেষ চারে উঠল মায়ামি।বিস্তারিত আসছে... একক প্রচেষ্টার দর্শনীয় গোলে পথ দেখালেন লিওনেল মেসি। পরে করলেন আরও এক গোল। একটি গোলে রাখলেন সরাসরি অবদান। অ্যাসিস্টে স্পর্শ করলেন নতুন মাইলফলক, যে উচ্চতায় আগে ওঠেনি কেউ। মেজর লিগ সকারের...