
সারাদেশে শীতের আমেজ শুরু হয়েছে। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে জেঁকে বসছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম হিম বাতাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার (৮ নভেম্বর) সকালে ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দিনের ব্যাপ্তি এখন কমছে। এর সঙ্গে তাপমাত্রাও কমে আসছে। আজ সকালে ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে হালকা শীত অনুভূত হয়েছে। উত্তরাঞ্চলে বেশ ভালো শীত পড়েছে। তবে চট্টগ্রাম অঞ্চলে তুলনামূলক...