
মধ্য-এশিয়ার দেশ তাজিকিস্তানে অবস্থিত ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিদেশি সামরিক ঘাঁটি থেকে দেশটি নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম অনেকটা চুপিসারে সরিয়ে নিয়েছে। আয়নি বিমানঘাঁটি থেকে সৈন্য সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে ওই অঞ্চলে নয়াদিল্লির প্রায় দুই দশকের সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটেছে, যা ভারতের দীর্ঘমেয়াদী আঞ্চলিক প্রভাব নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালেই সৈন্য সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে ভারত এবং বিষয়টি প্রকাশ্যে আসে গত মাসে। বিশ্লেষকেরা মনে করছেন, এটি মধ্য-এশিয়ায় ভারতের কৌশলগত শক্তি হ্রাসের ইঙ্গিত দেয়। আয়নি বিমানঘাঁটি তাজিকিস্তানের রাজধানী দুশানবের কাছে অবস্থিত। এটি সোভিয়েত আমলে নির্মিত। এই ঘাঁটিটি আফগানিস্তানের ওয়াখান করিডোর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে ছিল, যা ভারতকে ভূরাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চলে বিরল কৌশলগত সুবিধা দিয়েছিল। সর্বোচ্চ কার্যক্রম চলাকালীন সেখানে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানসহ ভারতীয়...