চোট আর নেইমার-যেন একে অপরের পরিপূরক। গত কয়েক বছরের চিত্র এমনটাই। একের পর চোটে জর্জরিত হচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। চোটের কারণে মাঠের চেয়ে বরং মাঠের বাইরেই থাকতে হচ্ছে বেশি সময়। টুকটাক ক্লাবের হয়ে মাঠে নামতে পারলেও ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে জড়ানো হয় না বছর দুয়েক হলো। যখনই চোট কাটিয়ে মাঠে ফেরেন তখনই আবারও চোট হানা দেয় নেইমারকে। আগামী বছর মাঠে গড়াবে বিশ্ব ফুটবলের বৈশ্বিক লড়াই বিশ্বকাপ। হয়ত এটাই নেইমারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। কিন্তু সেখানেও মাঠে নামতে পারবেন কি-না সেটি নিয়ে দেখা দিয়েছে সংশয়। ব্রাজিলের ডাগআউট সামলাচ্ছেন এখন কার্লো আনচেলত্তি। সেলেসাওদের কোচ এবার নেইমারকে টোটকা দিলেন জাতীয় দলে ফেরার। চলতি মাসে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দলের বিপক্ষেও স্কোয়াডে ডাক পাননি নেইমার। তাকে ছাড়া চতুর্থবার...