
জাকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে প্রথমবারের মতো দেশের ৮ বিভাগ নিয়ে অনুষ্ঠিত হলো টেপ বল ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। আজ শনিবার (৮ নভেম্বর) ছিলো টুর্নামেন্টের ফাইনাল। যেখানে শরীয়তপুর দুরন্ত ফাইটারকে ২০ রানে হারিয়ে বিজয়ী হয়েছে খুলনা টাইগার্স। টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৮ রান তুলতে পারে শরীয়তপুর দুরন্ত ফাইটার। এতে ২০ রানে জয় পায় খুলনা টাইগার্স। দেশের প্রথম টেপ বল প্রিমিয়ার লীগ খেলা মাঠে বসে উপভোগ করেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক হাবিবুল বাসার সুমন ও খালেদ মাসুদ পাইলট। দেশব্যাপী টেপ বল ক্রিকেট ছড়িয়ে দেয়ার কথা জানান তারা। ইতিহাসের সাক্ষী...