
বর্তমান সময়ের সবচেয়ে বড় সংকট নৈতিকতা ও আদর্শের সংকট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। তিনি বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় সংকট হলো নৈতিকতা ও আদর্শের সংকট। ছাত্র সমাজ যদি আল্লাহভীরু হয়, তাহলে সমাজে সত্য, ন্যায় ও আদর্শের শাসন প্রতিষ্ঠিত হবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। পীর সাহেব আরও বলেন, ছাত্র হিযবুল্লাহ এমন একটি প্রজন্ম গড়ে তুলছে যারা ইমান, আকীদা, তাকওয়া, আদর্শ ও নেতৃত্বগুণে পরিপূর্ণ হবে। প্রিয়নবী (সা.) ও আওলিয়া কেরামদের আদর্শ অনুসরণ করেই ব্যক্তি, সমাজ ও দেশ গঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। পবিত্র কোরআন পাঠ ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে...