
ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে হাতিরঝিলে প্রথমবারের মতো "অ্যাকাউন্টিং ডে রান ২০২৫" সফলভাবে আয়োজন করেছে। ইভেন্টটির মূল প্রতিপাদ্য ছিল "ফিটনেস মিটস অ্যাকাউন্টিং" মূল ইভেন্টের আগে গত ৫ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় কিট এক্সপো, যেখানে অংশগ্রহণকারীরা তাদের রানিং কিট সংগ্রহ করেন—যার মধ্যে ছিল ইভেন্টের এক্সক্লুসিভ টি-শার্ট, গুডি ব্যাগ এবং স্পন্সরদের সৌজন্যে আকর্ষণীয় উপহারসামগ্রী। ঢাকা রিজিওনাল কমিটি (ডিআরসি) এর উদ্যোগে আয়োজিত এই সিগনেচার ইভেন্টে অংশগ্রহণ করেন প্রায় ১,৮০০ জন, যার মধ্যে ছিলেন ৩০০ জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ৬০০ জন শিক্ষার্থী, ২০০ কর্পোরেট এক্সিকিউটিভ, ৫০০ জন সাধারণ রানার এবং ২০০ জন শিশু ও মা। মূল রেসটি ছিল দুটি ভাগে – ৭.৫ কিমি প্রতিযোগিতামূলক দৌড় এবং ১ কিমি ফান রান শুধুমাত্র শিশু ও মায়েদের জন্য।...