
জানাগেছে, এখানের অধিকাংশ শামুকখোলা বা ওপেনবিল স্টর্ক, পানকৌড়ি ও সারস পাখিসহ অন্যান্য অতিথি পাখি এসেছে। এই অতিথি পাখির প্রধান খাদ্য হচ্ছে শামুক। প্রতিদিন সকালে পাখিগুলো আশপাশের জলাশয়, বিল ও পুকুরে যায় খাবারের সন্ধানে, খাবার নিয়ে নীড়ে ফিরে বিকেলে বা সন্ধ্যায়। ততক্ষণ ডিম ও বাচ্চা পাহারায় থাকে তার সঙ্গী পাখি। সরেজমিন গিয়ে দেখা যায়,শিবরামপুরের করবাড়ির পুকুরের চারপাশ গাছ-গাছালিতে ঘেরা। এসব গাছের ডালে বাসা বেঁধেছে অতিথি পাখি। প্রায় প্রতি?টি বাসায় রয়েছে ডিমসহ পাখির বাচ্চা। কেউ বাসা বানাচ্ছে, কেউ ডিমে তা দিচ্ছে, কেউ আবার ছানা লালনপালন করছে। সাদা রঙের এ পাখিরা কিচির মিচির করে গাছের এপাশ-ওপাশ উড়ছে। কখনও ডালে বসে, কখনও উড়ে চলে যায়। কয়েক হাজার পাখির এমন আচরণ নৈসর্গিক দৃশ্য হয়ে ওঠে। পাখিগুলোর আগমনে বাগান মালিক ও প্রকৃতি প্রেমীদের মধ্যে দেখা দিয়েছে...