
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের টাকায় অনিয়মের অভিযোগ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। সাতক্ষীরা: জেলার প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ বরাদ্দের টাকা নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সূত্র জানায়, প্রতি বিদ্যালয় থেকে ১২ থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত কর্তন করা হয়েছে। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, স্লিপের টাকা সরাসরি বিদ্যালয়ের ব্যাংক একাউন্টে জমা হয়। এখানে নগদ টাকা ভাগাভাগির কোনো সুযোগ নেই।জানা গেছে, জেলার ১ হাজার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানুয়ারি থেকে জুলাই এবং জুলাই থেকে ডিসেম্বর এই দুই কিস্তিতে স্লিপের টাকা বরাদ্দ দেয়া হয়। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীসংখ্যা অনুযায়ী রক্ষণাবেক্ষণ, মেরামত, এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য এ টাকা ব্যবহার করা হয়।অভিযোগ উঠেছে, ৫০-৭০ হাজার টাকা দেয়ার কথা থাকলেও, বেশির ভাগ বিদ্যালয় পেয়েছে গড়ে প্রায়...