
ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল) যৌথভাবে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) পরিচালিত ৬৪.৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে অর্থায়ন করেছে। প্রকল্পটিতে মোট ৬৭ মিলিয়ন মার্কিন ডলার মেয়াদি ঋণ অর্থায়ন সুবিধা সফলভাবে চূড়ান্ত হওয়ায় ৬ নভেম্বর ২০২৫ ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-তে এক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অর্থায়নের মধ্যে ২২ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং বাকি ৪৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে আইডিসিওএল, যা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রতিষ্ঠান দুটির দৃঢ় অবস্থান পুনঃব্যক্ত করে। পাবনায় অবস্থিত দেশের অন্যতম বড় এই সোলার প্ল্যান্ট ইতোমধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। এই অর্জন টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা বাড়ানোর অগ্রযাত্রাকে আরও গতি দিয়েছে। বাংলাদেশ সরকারের আওতাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড...