
গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলেছে তিমুর-লেস্তে। ইন্দোনেশিয়াতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হয়েছিল তিমুর। আর আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচেই ভিন্নধর্মী এক বিরল রেকর্ডে নাম উঠেছে দেশটির। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারে মতো একই ম্যাচে জুটি বেঁধে খেলেছেন বাবা-ছেলে। পিতা সুহাইল সাত্তার ও ছেলে ইয়াহইয়া সুহাইল, দুজনেই একসঙ্গে খেলে সে ইতিহাস লিখেছেন। ইতিহাস লেখার ম্যাচটাতে ১০ উইকেটে হেরেছে তিমুর। ছেলে ইয়াহইয়ার বয়স ১৭ বছর, আর পিতা সাত্তারের বয়স ৫০। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে দুজনেরই অভিষেক ম্যাচ। এ ম্যাচে পিতা সাত্তার ১৪ রান করলেও ছেলে ইয়াহইয়া আউট হয়েছেন মোটে ১ রান করেই। বালিতে আয়োজিত এ ম্যাচে আগে ব্যাটিং করে ১৯ ওভার পর্যন্ত টিকে ছিল তিমুর। তাতে সব উইকেট হারানোর আগে স্কোরবোর্ডে ৬১ রান যোগ করতে পারে...