
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:দেশের চলমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতির রাজনৈতিক পরিস্থিতিকে পুঁজি করে সরব হয়ে উঠেছে সোনা চোরাচালান সিন্ডিকেটগুলো। একদিকে সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোও নির্বাচন কার্যক্রম ও আইন-শৃংখলা নিয়ন্ত্রণ কর্মকান্ডে ব্যস্ত। অন্যদিকে এই সুযোগ নিয়ে হাজার হাজার কোটি টাকা লগ্নি করে মাঠ চষছে রাঘোব-বোয়াল শ্রেণির স্বর্ণ চোরাকারবারি চক্র।সরকার পতনের পর এক বছরেরও বেশি সময় ঘাপটি মেরে থাকার পর সোনা পাচার চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত ব্যবহার করে চোরাচালানীরা বেনাপোলে স্বর্ণ পাচার জোরেসোরে শুরু করেছে। অতি সম্প্রতি ও বিগত কয়েক মাসে পাচার চেষ্টার সময় অনেকগুলো স্বর্ণ চালান আটক হয়েছে। এরমধ্যে গত এক মাসে যশোর থেকে ৪৯ বিজিবি পাচার চেষ্টার সময় ৪টি চালান জব্দ করেছে। এর আগের মাসে ১৫ টি সোনার বার উদ্ধার এবং এরও আগে আরো ৩৬টি...