
শনিবার দুপুরে ঢাকার একটি হোটেলে ‘নির্বাচনি ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশজুড়ে নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে। সরকার একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কাজ করছে। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। শনিবার (৮ নভেম্বর) দুপুরে ঢাকার একটি হোটেলে ‘নির্বাচনি ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।আরো পড়ুন:১০-২০ কোটি টাকা না থাকলে নির্বাচন করা কঠিন: আসিফব্রাকসুর গঠনতন্ত্র সংশোধনে পাঁচ প্রস্তাব এসময় তিনি বলেন, “জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টামণ্ডলী সবাই কাজ করছেন।” শফিকুল আলম বলেন, “মানুষ সুশাসন চায়, কিন্তু এটি একদিনে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার কার্যক্রমে ১০ থেকে ১৫ বছর...