
দেশের ক্রীড়াঙ্গনে রীতিমত ঝড় তুলে গেছে নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের এক সাক্ষাৎকার। যেখানে তিনি বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এবার যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। জাহানারা আলমের সেই অভিযোগের পর তার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন একাধিক সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠন। এমনকি সরকার থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার এই বিষয়ে নিজের ফেসবুক একাউন্টে ‘যৌন হয়রানির প্রতি জিরো টলারেন্স’ লেখা একটি ফটোকার্ড শেয়ার করেছেন মুশফিক। তার সেই পোস্টের ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস...