
দুবাইয়ে শেষ হলো আইসিসির ত্রৈমাসিক সভা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সদর দপ্তরে আয়োজিত এ বৈঠকে অংশ নিয়েছিলেন প্রায় সব সদস্য দেশের শীর্ষ কর্মকর্তা। সভার শেষ দিনে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় নারী ওয়ানডে বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানো। সিদ্ধান্ত অনুযায়ী ২০২৯ সালের নারী বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। এতদিন ৮ দলের সীমাবদ্ধতায় থাকা টুর্নামেন্টে এবার থেকে আরও দুটি দল যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সংস্থাটির মতে, এই উদ্যোগ নারী ক্রিকেটের মান ও প্রতিযোগিতা উভয়ই বাড়াবে, পাশাপাশি উদীয়মান দেশগুলোর জন্যও সুযোগ তৈরি করবে। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২৯ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে ১০টি দল। ১০ দলের বিশ্বকাপে ম্যাচ হবে সব মিলিয়ে ৪৮টি। টুর্নামেন্টের সাফল্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নারী ক্রিকেট আরও...