বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় গত বুধবার ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারটিসহ ভারতীয় জেলেদের আটক করে নৌবাহিনী। পরে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মোংলার ফেরিঘাটে এনে মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী। জব্দ করা ভারতীয় ফিশিং বোটে প্রায় দেড় মেট্রিক টন টুনাফিশ রয়েছে। যা আদালতের নির্দেশনা মতে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপর জেলেদেরকে থানায় হস্তান্তর করে। এর আগে গত শুক্রবার (১৭ অক্টোবর) একটি ভারতীয় ফিশিং বোট জব্দ করেছিলো নৌবাহিনী। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে বুধবার...