ভারতীয় জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বাহু থি ২’-এ বিশেষ অতিথি চরিত্রে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও পৃথিবীর অন্যতম ধনকুবের বিল গেটস। সিরিয়ালটির ২০ সেকেন্ডের প্রোমোতে দেখা যায়, তুলসী বিরানি চরিত্রে অভিনয় করা স্মৃতি ইরানি বিল গেটসের সঙ্গে একটি ভিডিও কলে কথা বলছেন। প্রোমোটি শুরু হয় তুলসির ‘জয় শ্রী কৃষ্ণ’ সম্বধোন দিয়ে। বিল গেটস উষ্ণ জবাব দেন, ‘নমস্তে তুলসী জি, জয় শ্রী কৃষ্ণ’। তুলসী আরো বলেন, ‘আমেরিকা থেকে আপনি সরাসরি আমার পরিবারের সাথে যোগাযোগ করছেন এটা সত্যিই ভালো লাগছে। আমরা আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ গেটস বলেন ‘ধন্যবাদ, তুলসী জি।’ এর আগে জনপ্রিয় আমেরিকান শো ‘দ্য বিগ ব্যাং থিওরি’ তে বিল গেটসকে দেখা গিয়েছিল। তবে ‘কিউকি সাস ভি কাভি বহু থি ২’-তে তার উপস্থিতি ভার্চুয়াল হবে।...