ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। এক দশকের বেশি সময় ধরে নাটকে কাজ করলেও সিনেমায় দেখা মেলেনি তাকে।সমসাময়িক বা জুনিয়র অনেকেই নাম লেখালেও এই অভিনেত্রীর নাকি সিনেমায় ভয় কাজ করে। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর গুলশানে এক আয়োজনে অংশ নিয়ে এমনটাই জানান সাফা কবির। তিনি বলেন, আমি নিজেকেও বড় পর্দায় (সিনেমায়) দেখতে চাই। তবে এখন কিছুটা ভয় হয়! কারণ হিসেবে এই অভিনেত্রী বলেন, এখন নাটকের অনেক ভালো ভালো অভিনেত্রীরা সিনেমায় কাজ করছে। সিনেমা মুক্তির আগেই দেখা যায় কিছু মানুষ বলছে- নাটকের অভিনেত্রী নায়িকা! এ ধরনের মন্তব্য আমাকে আশাহত করে। আমাদের শিল্পীরা তো একেকটা পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যেতে চায়। দর্শকদের ভালোবাসা, উৎসাহ আমাদের সবার কাম্য। অনেক কটূ মন্তব্যের পরও নাটকের অনেক তারকা সিনেমায় এসে এগিয়ে যাচ্ছে। তাদের স্যালুট জানান সাফা কবির। যোগ...