তিনি শাহরুখ খান, সালমান খান, আমির খান বা রজনীকান্ত নন। কিন্তু তাঁর সিনেমা মুক্তির পরও বক্স অফিসে ঝড় ওঠে। সেটা এতটাই যে গত এক দশকে তাঁর অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে পাঁচ হাজার কোটি রুপির বেশি আয় করেছে। কে এই তারকা? জেনে নেওয়া যাক ডিএনএ অবলম্বনে।এই তারকার আজ জন্মদিন। ১৯৭৯ সালের ২৩ অক্টোবর ভারতের চেন্নাইয়ে জন্ম তাঁর। এই তারকা আর কেউ নন, প্রভাস। ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজি দিয়ে যিনি পুরো উপমহাদেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এই প্রজন্মের লাভজনক তারকাপ্রভাসকে ভারতের বর্তমান প্রজন্মের সবচেয়ে লাভজনক তারকা বললেও ভুল হবে না। টানা ১০ বছরে মাত্র সাতটি ছবিতেই এই অভিনেতা বিশ্বব্যাপী আয় করেছেন প্রায় পাঁচ হাজার কোটি রুপি, যার মধ্যে পাঁচটি ছবির ওপেনিং ডে কালেকশনই ১০০ কোটির ওপর—যা ভারতের অন্য কোনো অভিনেতার নেই। ‘বাহুবলী’ থেকে ‘কাল্কি’: এক...