জনপ্রিয় অভিনেত্রী শিরিন শিলা বর্তমানে সিনেমা থেকে অনেকটাই দূরে আছেন। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘হিটম্যান’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় অভিনেত্রীর। এ সিনেমায় শাকিব খান ও অপু বিশ্বাসের পাশাপাশি তিনি নিজের অভিনয়গুণে আলাদা করে নজর কাড়েন। এরপর সুযোগ পান শাহীন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’ সিনেমায়। দীর্ঘদিন কানাডা সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী। দেশে ফিরেই আবারও কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমানে একাধিক সিনেমার শুটিং ও নতুন প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছেন শিরিন শিলা। ‘যাযাবর’ সিনেমার অসমাপ্ত কাজ রেখে তিনি কানাডায় গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফিরে সেই সিনেমাটির বাকি অংশ শুটিং শুরু করেন অভিনেত্রী। এদিকে সরকারি অনুদানে নির্মিতব্য একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শিরিন শিলা। এসডি রুবেল পরিচালিত ‘নীল আকাশে পাখি উড়ে’ নামে এ সিনেমাটির শুটিং শুরু হবে আগামী মাসে। সিনেমায় এসডি রুবেলের...