
মুক্তির অপেক্ষায় নতুন সিনেমা ‘দেলুপি’। টিজারের পর আজ প্রকাশিত হলো ছবির প্রথম গান। সেখানেই শোনা গেছে প্রয়াত ঢালিউড তারকা মান্নার কণ্ঠ। আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার ‘গোধূলিলগ্নে’ শিরোনামে দেলুপি ছবির প্রথম গান প্রকাশ করা হয়েছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। দুই মিনিট ৪৭ সেকেন্ডের ওই গান সমন্বিত কণ্ঠে গেয়েছেন পলাশ কুমার ঘোষ, ওমর মাসুম ও তপেশ চক্রবর্তী। লিখেছেন পলাশ কুমার ঘোষ ও ওমর মাসুম, সুর ও সংগীতায়োজন করেছেন তপেশ চক্রবর্তী। শিগগিরই হলে মুক্তি পাবে ‘দেলুপি’। এই ছবির মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে চলচ্চিত্রকার মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে দুই ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তাওকীর। গত সপ্তাহে সিনেমার টিজার প্রকাশ করা হয়। টিজার ধারণা দেয় রাজনৈতিক বক্তব্য সম্বলিত একটি সিনেমা অপেক্ষা করছে দর্শকের জন্য। ‘দেলুপি’ শব্দটি...