ঢাকা : শিশুশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন প্রার্থনা ফারদিন দীঘি। একপর্যায়ে অভিষেক হয় বড়পর্দায়।চিত্রনায়িকা হিসেবে যাত্রা করলেও সেই সাফল্য ধরে রাখতে পারেননি তিনি। বিপরীতে নানা সমালোচনা ও ট্রলের শিকার হতে হয়েছে তাকে।এ অবস্থায় চেষ্টা ছিল ঘুরে দাঁড়ানোর। সম্প্রতি ঘুরেও দাঁড়িয়েছেন তিনি। ‘জংলি’ সিনেমায় অভিনয়ের পর দর্শকমহলে প্রশংসিত হয়েছেন।এরপর যুক্ত হয়েছেন ‘বরবাদ’ সিনেমার পরিচালকের নতুন সিনেমায়। ‘বিদায়’ নামের একটি সিনেমাতে জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের সঙ্গে কাজ করছেন দীঘি।এ অভিনেত্রী ঘুরে দাঁড়ালেও ভুলে যাননি অতীতের সেই কঠিন সময়ের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।দীঘি বলেন, অসুস্থতার জন্য আমার ওজন বেড়ে গিয়েছিল। ওই সময় আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য হতো, ব্যঙ্গ করা হতো। একপর্যায়ে হতাশ হয়ে পড়েছিলাম। আসলে আমি যেসব ওষুধ খেতাম, তাতে আমার শরীর ফুলে যেত। তবে পরে অনেক পরিশ্রম,...