অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে করা যে মামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, জুলাই আন্দোলনের সেই শ্রাবণ হত্যা মামলা থেকে তাকে অব্যাহতির আবেদন করা হয়েছে। ইরেশ যাকের ও সহযোগী প্রতিষ্ঠান ফোরথট পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক ইকরাম মঈন চৌধুরীকে অব্যাহতির কথা এতে বলা হয়েছে। গত ৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার পরিদর্শক সাজ্জাদ রোমন আদালতে অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করে তাদের অব্যাহতি চান। বিজ্ঞাপন ও ব্র্যান্ড কমিউনিকেশন গোষ্ঠী এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের এবং তার সহযোগী প্রতিষ্ঠান ফোরথট পিআরের ইকরাম মঈনের বিরুদ্ধে প্রমাণ মেলেনি বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে ইরেশ যাকের ও ইকরাম মঈন চৌধুরীর বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এজন্য তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রতিবেদন...