সময়টা বেশ কিছু দিন ধরে ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার। প্রতারণা মামলা থেকে বিভিন্ন ঘটনায় নাম জড়িয়েছে তাদের। তারকা-দম্পতির মুম্বাইয়ের রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’ নিয়েও চলতে থাকে নানা আলোচনা। সম্প্রতি লেখিকা শোভা দে শেয়ার করেছেন বেশ কিছু অজানা তথ্য। রেস্তোরাঁটি প্রতি রাতে প্রায় ২-৩ কোটি টাকা আয় করে বলে দাবি লেখিকার। প্রতিদিনই মানুষ প্রায় লাখ লাখ টাকা খরচ করেন নব্বই দশকের জনপ্রিয় এই নায়িকার রেস্তোরাঁয়। মুম্বাইয়ে শিল্পার নতুন এই রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’ নাকি তারকাদেরও আনন্দের অন্যতম জায়গা। লেখিকা এবং সমাজসেবী শোভা দে রেস্তোরাঁটির জনপ্রিয়তা প্রসঙ্গে বলেন, ‘মুম্বাইয়ের লোকেদের টাকার পরিমাণ অবাক করার মতো। প্রতি রাতে ২-৩ কোটি টাকার ব্যবসা করে ওরা। প্রতি রাতে এক একজন লাখ লাখ টাকা ব্যয় করেন। কোন অনুষ্ঠান ছাড়াই দিনে আয় হয়...