
দীর্ঘ এক যুগ ধরে শোবিজে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী ও মডেল মৌসুমী হামিদ। নাটক, সিনেমা ও ওটিটি—তিনটি মাধ্যমেই দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়তা পেয়েছেন; ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন মৌসুমী।কাজের পাশাপাশি সামজিকমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। প্রকাশ করেন নিজস্ব সুখ, দুঃখ, ক্ষোভ। এবার অভিনেত্রী দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থার হারানোর কথা জানিয়ে হতাশা প্রকাশ করলেন।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন মৌসুমী। সেখানে তার সঙ্গে এক ব্যক্তিকে দেখা গেছে। পোস্ট অনুযায়ী তিনি অভিনেত্রীর চাচা।নিজের ওই পোস্টে মৌসুমী লিখেছেন, সুস্থ মানুষটারে মাটি দিয়া আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। আত্মার শান্তিকামনা করি কাকু। তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে, ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থাকো। আমিও...