মুক্তি পেল ‘দেলুপি’ সিনেমার গান ‘গোধূলি লগ্নে’। সঙ্গে যেন ফিরে এলেন অকাল প্রয়াত নায়ক মান্না। গানটির শুরুই হয় মান্নার কণ্ঠের মিমিক্রি দিয়ে। যেন খোদ মান্নাই গানটির সঙ্গে র্যাপ করছেন কিংবা সংলাপ বলে যাচ্ছেন। ‘আজকে সন্ধ্যায় আর গোধূলি লগ্নে/ নূপুরের বিয়ে হবে পার্থর সঙ্গে’- এমন কথায় হাস্য-রসাত্মক, র্যাপ ও মজার সংলাপের ছলে তৈরি গানটি সিনেমায় এক অনবদ্য সংযোজন বলে মনে করছেন দর্শক-শ্রোতারা। ওটিটিতে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ দিয়ে বেশ আলোচিত পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত প্রথম বড় পর্দার সিনেমা হিসেবে ‘দেলুপি’র ঘোষণা আসে কয়েকদিন আগে। সিনেমার নাম ঘোষণার এক সপ্তাহ পর টিজার প্রকাশ পায়। টিজারে রাজনৈতিক অস্থিরতার একটা ইঙ্গিত দিয়েছেন পরিচালক তাওকীর।এবার মুক্তি পেল প্রথম গান ‘গোধূলি লগ্নে’। ২ মিনিট ৪৭ সেকেন্ডের এই গানে কণ্ঠ দিয়েছেন পলাশ কুমার ঘোষ, ওমর মাসুম...