ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন। ফেরার পরই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন বদিউল আলম খোকন পরিচালিত নতুন সিনেমা ‘তছনছ’-এর শুটিং নিয়ে। এতে তার সহশিল্পী আছেন প্রযোজক মুন্না খান। আরও আছেন খল-অভিনেতা মিশা সওদাগর, দীপা খন্দকার ও জয়রাজ প্রমুখ। এদিকে গণমাধ্যমে প্রচার হয়েছে জনপ্রিয় অভিনেত্রী নাকি গোপনে বিয়ে করেছেন। যদিও তিনি বলেছেন, বর্তমানে ব্যক্তিজীবন নয়, মনোযোগ তার পুরোপুরি কাজের দিকে। অথচ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে—বিয়ে করেছেন ববি। দীর্ঘদিনের প্রযোজক সাকিব সনেটের সঙ্গে সম্পর্কে থাকার পরও অবশেষে গোপনে বিয়ে করেন মির্জা আবুল বাশার মামুন নামে এক ব্যবসায়ীকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে ববি উড়িয়ে দেন সে কথা। অভিনেত্রী বলেছেন— সবই গুজব। ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনের সঙ্গে ববির সম্পর্ক নিয়েও কথা ছড়িয়ে...