
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অবশেষে তার প্রেমের গুঞ্জন স্বীকার করলেন। শোবিজের মহলে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, তিনি নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে প্রেমের সম্পর্ক রেখেছেন। সম্প্রতি কিছু সংবাদে খবর ছড়িয়েছিল তাদের সম্পর্ক ভেঙে গেছে। তবে এবার সাদিয়া কার্যত বিষয়টি মেনে নিয়েছেন। দেশের একটি গণমাধ্যমের ভিডিও স্ট্রিমিংয়ে উপস্থিত ছিলেন সাদিয়া। উপস্থাপিকা মৌসুমী মৌ তাকে একটি চিরকুট ধরিয়ে দেন, যেখানে লেখা ছিল প্রেম বিষয়ক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে সাদিয়া বলেন, “যে গুজব রটে, সেটা কিছুটা হলেও সত্য।” ভিডিও শিরোনামেও বলা হয়েছে, “রেদওয়ান রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান।” ফাতেমা তাসনিম সাদিয়া, যিনি বেশি পরিচিত সাদিয়া আয়মান নামে, ২০১৯ সালে ইমরাউল রাফাত পরিচালিত...