
ঢাকা : বলিউডের চর্চিত জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম ভেঙে গেলেও যেন পুরোনো সম্পর্ক ভুলতে পারছেন না অর্জুন। প্রায়শই তার মুখে শোনা যায় প্রাক্তন প্রেমিকা মলাইকার কথা, এমনকি অভিনেত্রীর যেকোনো প্রয়োজনে অর্জুনকে পাশে এসে দাঁড়াতেও দেখা গেছে। এবার সেই জল্পনাই আরও একবার উস্কে দিলেন অভিনেতা, যখন মালাইকার ৫২তম জন্মদিনে তিনি পাঠালেন এক বিশেষ শুভেচ্ছাবার্তা।সম্প্রতি ৫২ বছরে পা রাখলেন চির-যৌবনা মালাইকা অরোরা। এই বয়সেও তার ফিটনেস ও গ্ল্যামার দেখে অনেকেই অবাক হন। বয়স যেন তার সামনে নয়, উল্টো দিকে হাঁটছে। ফিফটির দোরগোড়ায় এসে এমন যৌবন ধরে রাখার রহস্য নিয়ে যেমন নানা কথা শোনা যায়, তেমনই অর্জুনের সঙ্গে প্রেম চলাকালীন তাদের বয়সের বড় ফারাক নিয়েও প্রায়শই কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই জুটিকে।গত বছর জুন মাসেই প্রথম মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর সামনে...