ঢাকা : বলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে প্রায় তিন দশক পার করে দিলেন অভিনেতা ববি দেওল। বাবার (ধর্মেন্দ্র) হাত ধরে প্রবেশ প্রথম দিকে সফলতা তারপর দীর্ঘ বিরতি অভিনেতার জীবন যেন এক রোলার-কোস্টারের যাত্রা। ববি দেওলের অভিনয় জীবনে স্মরণীয় কাজ কম নেই।কিন্তু সাম্প্রতিক সময়ে 'অ্যানিম্যাল'-এ তার 'আবরার' চরিত্রটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। আরিয়ান খান পরিচালিত 'ব্যাডস অফ বলিউড'-এ তার উপস্থিতি নিয়েও দর্শকের মাঝে তৈরি হয়েছে নতুন করে আগ্রহ।অভিনেতাদের জীবনে উত্থান-পতন খুব স্বাভাবিক একটি বিষয়। একটা সময় ছিল যখন ববির হাতে কার্যত কোনো কাজ ছিল না। প্রযোজক পরিচালকেরা তাকে দেখে মুখ ফিরিয়ে নিতেন।ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা অকপটে তুলে ধরেন ববি দেওল। তিনি জানান, কাজ পাওয়ার জন্য তাকে রীতিমতো অনুরোধ করতে হতো।অভিনেতার কথায়, আমি পরিচালক প্রযোজকদের অনুরোধ করতাম কাজ...