দেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সাবিলা নূর এখন নিয়মিতই বড় পর্দার কাজে যুক্ত হচ্ছেন। এরই মধ্যে চলচ্চিত্রে অভিষেক, আর সেটিও দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে। চলচ্চিত্রে অভিষেকের পরপরই শোনা যায়, আরো একটি সিনেমায় যুক্ত হচ্ছেন সাবিলা; যার নাম—‘রাক্ষস’। কিন্তু শিডিউল জটিলতার কারণে সেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী।আরো পড়ুন:শাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয়, তা ভুয়া: ইকবালশাকিব খানের সিনেমায় খল চরিত্রে তৌকীর আহমেদ! শাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয়, তা ভুয়া: ইকবাল জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর মাসে শুরু হওয়ার কথা ছিল ‘রাক্ষস’-এর শুটিং। একই সময়ে সাবিলা নূরের আরেকটি বড় প্রজেক্ট ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিংও শুরু হবে। ফলে দুটি কাজের সময়সূচি একসঙ্গে পড়ে যাওয়ায় সমঝোতার মাধ্যমে ‘রাক্ষস’ থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। তানিম নূরের পরিচালনায় ‘বনলতা এক্সপ্রেস’...