বেশ লম্বা সময় ধরেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন ছড়িয়ে ছিল বিনোদনপাড়ায়। তবে এতদিন দুজনের কেউই এ নিয়ে মুখ খোলেননি। অবশেষে একটি সাক্ষাৎকারে সাদিয়া নিজেই বিষয়টি নিয়ে মন্তব্য করলেন! আর সেখান থেকেই যেন স্পষ্ট ইঙ্গিত মিলল প্রেমের গুঞ্জনের সত্যতা। সম্প্রতি একটি গণমাধ্যমে আয়োজিত এক শোতে হাজির হয়েছিলেন সাদিয়া আয়মান। শোটির ফরম্যাট ছিল মজার—একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে নিতে হবে, আর তার উত্তর দিতে হবে সঙ্গে সঙ্গে। সেখানেই অভিনেত্রীর হাতে উঠে আসে একটি চিরকুট, তাতে লেখা ছিল ‘নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। আসলে সাদিয়া এখন কার সঙ্গে প্রেম করছেন? প্রশ্নটি পড়েই মুচকি হাসলেন সাদিয়া। তারপর হালকা লজ্জিত হাসিতে উত্তর দিলেন, যা রটে, তার কিছু হলেও ঘটে। উপস্থাপক আবারও জানতে...