বলিউডের জনপ্রিয় তারকা অর্জুন কাপুর ও মালাইকা অরোরার প্রেম একসময় ছিল ইন্ডাস্ট্রির হট টপিক। তাদের প্রেম আর বিচ্ছেদ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে।দীর্ঘদিন ধরেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, তাদের সম্পর্ক আগের মতো হবে কিনা। যদিও আগের মত সম্পর্ক জোড়া লাগেনি তাদের তারপরেও একজন আরেকজনের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভূলে যাননি তারা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ৫২ তম জন্মদিন পালন করছেন মালাইকা অরোরা। সেই উপলক্ষ্যেই প্রাক্তন প্রেমিকাকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন অর্জুন কাপুর। সোশ্যাল হ্যান্ডেলে মালাইকার একটি ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে @মালাইকা_আরোরা। এভাবেই হাসতে থাকো, খুশিতে থাকো…’! মালাইকার যে ছবিটি অর্জুন শেয়ার করেছেন তা প্যারিসের। কোনো এক বহুতলের ছাদে বসে আছেন মালাইকা। খোলা চুল। পিছনে পুরো শহরের স্কাইলাইন আর আইফেল টাওয়ার চোখে পড়ছে। অর্জুন ও মালাইকার ব্রেকআপ নিয়ে নানা মুনির...