এ বছরের ২ জুন এম এ কাসেমের দুর্নীতি অনুসন্ধানে চিঠি ইস্যু করে দুদক। তিন সদস্যের অনুসন্ধান টিমের সদস্যরা হলেন- উপপরিচালক আজিজুল হক, সহকারী পরিচালক মো. মেহেদী মুসা জেবিন ও সহকারী পরিচালক আল-আমিন। এম এ কাশেমের বিষয়ে গঠিত অনুসন্ধান টিমের হেড ও দুদকের উপপরিচালক আজিজুল হকের কাছে অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এম এ কাসেমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন। তার দুর্নীতি ও অনিয়মের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এ মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে তার বিরুদ্ধে মামলা করা হবে। আজিজুল হক আরও বলেন, উনার (এম এ কাসেম) বিরুদ্ধে দুদকে কয়েকটি অভিযোগ জমা পড়েছে। গাড়ি ক্রয় এবং অন্যটি জমি সংক্রান্ত্র অনিয়মের অভিযোগও রয়েছে। পাশাপাশি অর্থ কেলেঙ্কারির অভিযোগও আনা হয়েছে। আমরা এসব অভিযোগ খতিয়ে দেখছি। এদিকে সাউথইস্ট ব্যাংকের...