ডিভি লটারিতে বাংলাদেশের নাম না থাকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। বাংলাফ্যাক্ট জানায়, ২০২৬ সালের ডিভি লটারির তালিকাতে বাংলাদেশের নাম না থাকাকে ‘নতুন দুঃসংবাদ’ শিরোনামে খবর প্রকাশ করেছে দৈনিক জনকণ্ঠ ও আজকের কণ্ঠ নামের একটি ফেসবুক পেজ। এছাড়া একই ধরনের তথ্য দিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা পেইজ থেকেও ফটোকার্ড শেয়ার করা হচ্ছে।আরো পড়ুন:ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল পিআইবি‘নির্বাচন প্রলম্বিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে আছে’ ‘নির্বাচন প্রলম্বিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে আছে’ তবে প্রতিষ্ঠানটি জানায়, ২০১২ সাল থেকে ডিভি লটারির তালিকায় বাংলাদেশের নাম নেই। ফলে, ২০২৬ সালে বাংলাদেশের নাম না থাকা কোন নতুন সংবাদ বা ‘দুঃসংবাদ’ নয়, বরং এটা বিগত ১৩ বছরের ধারাবাহিকতা। কারণ ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারেরও...