দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসের জন্ম চলচ্চিত্র পরিবারে। চলচ্চিত্র প্রযোজক উপ্পালাপতি সূর্য নারায়ণ রাজুর ছেলে হিসেবে শৈশবেই রূপালি পর্দার প্রতি প্রবল টান অনুভব করেছেন প্রভাস। ধীরে ধীরে দক্ষ অভিনয় দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছাতেও খুব একটা বেগ পেতে হয়নি তার। ভারতের অন্যতম ধনী ও খ্যাতিমান তারকার মধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। নামের পাশে লাভ করছেন ‘বাহুবলী’ উপাধী। আজ প্রভাসের জন্মদিন।ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, ১৯৭৯ সালে প্রভাসের জন্ম হয়েছিল প্রভাসের। বাবা-মা ছাড়াও প্রভাসের দাদা ও দিদি রয়েছেন। হায়দরাবাদের নালন্দা কলেজ থেকে নিজের পড়াশোনা শেষ করেছেন প্রভাস। সত্যানন্দ ফিল্ম ইন্সটিটিউড থেকেও পড়াশোনা করেছিলেন প্রভাস।‘ঈশ্বর’ সিনেমার হাত ধরেই রূপালি পর্দার সঙ্গে তার পথচলা। এরপরের বছরেই ২০০৩ সালে তিনি ‘রাঘবেন্দ্র’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন প্রভাস। ২০০৫ সালে এসএস রাজামৌলির সঙ্গে প্রথমবার কাজ করেন তিনি।...