
আয়োজকরা জানান, ১ ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ৭০০-এর অধিক কুরআন শরিফ বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় মানুষ ও স্কুল শিক্ষার্থীদেরও কুরআন নিতে দেখা যায়। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী ফাইজা আক্তার বলেন, ছাত্রশিবির ইসলামী চেতনা ও জ্ঞানের আলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও সময়োপযোগী। আমি এখন নিয়মিত কুরআন তিলাওয়াত করতে পারব। এই উপহার আমাকে দুনিয়া ও আখিরাত দুই দিকেই সফলতার পথে অনুপ্রাণিত করছে। পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী ফুয়াদ হাসান বলেন, “প্রতিটি মুসলমানের উচিত কুরআন অধ্যয়ন করা। এই কুরআন শরিফে বাংলা অনুবাদসহ রয়েছে, যা আরবি না বোঝা ব্যক্তিদের জন্য অত্যন্ত সহায়ক হবে। ছাত্রশিবিরের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতেও তারা এ ধরনের...