ঢাকা: অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মাসখানেক আগে পরিচালক কৌশিক গাঙ্গুলির সঙ্গে জানালার ধারে বসে হাতে একটি ছুরি নিয়ে সোশ্যালে মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন । পোষ্টের ক্যাপশনে লেখা ছিল, ‘হাসতে হাসতে খুন করে দেব।এই পোস্ট থেকেই গুঞ্জন শুরু হয় যায়, যদিও সেই সময় বিষয়টি নিয়ে মুখ খোলেননি তারা। পরে দীপাবলির মৌসুমে তা প্রকাশ্যে এলো। দর্শকের সামনে শুভশ্রীর ফার্স্ট লুক।কৌশিক গাঙ্গুলির আগামী ছবি ‘ওয়েটিং রুম-এ দেখা যাবে শুভশ্রীকে। এই ছবিতে নায়িকার ফার্স্ট লুক দেখে রীতিমতো চমকে উঠেছেন দর্শক। এ কোন রূপ শুভশ্রীর? সবাই বুঝতে পারছেন যে, ফের দর্শকদের কাছে নতুন ধরনের কিছু নিয়ে আসছেন তিনি।ছবিতে শুভশ্রীকে দেখা যাচ্ছে অদ্ভুদ এক লুকে। তার চোখেমুখে প্রতিশোধ আগুন, হাতে রক্তমাখা ছুরি। সারা মুখে রক্ত, চোখে পানি। সবমিলিয়ে এক অদ্ভুত কাহিনী লুকিয়ে রয়েছে এই সবকিছুর অতলে।শোনা যাচ্ছে,...