কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক ভাইভার ফলাফল শিট হারিয়ে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খানের বিরুদ্ধে। এর ফলে চতুর্থ সেমিস্টারের ফলাফল প্রকাশ আটকে আছে এবং শিক্ষার্থীদের পঞ্চম সেমিস্টার ফাইনাল পরীক্ষা তিন দিন পিছিয়ে দেওয়া হয়েছে। জানা যায়, প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টারের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২১ আগস্ট। পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ভাইভার ফলাফল তালিকা হারিয়ে যাওয়ায় তা এখনও প্রকাশিত হয়নি। এর জেরে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ২৬ অক্টোবর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৯ অক্টোবর নেওয়া হবে বলে বিভাগ থেকে জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এই বিষয়টি আমাদের জন্য খুবই বিব্রতকর। যিনি এখন দায়িত্বে...