
নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুজব এবং সর্বশেষ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে জলঘোলা হওয়ার পর এবার মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি কিছুটা রাখঢাক রেখে বলেন, ‘যা রটে, তার কিছু হলেও ঘটে। এটা তো স্পষ্ট করে বলারও কিছু না, আবার ঢাকঢোল পিটিয়েও বলার কিছু না। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে, সেহেতু তাদের ভাবতেই দেই। এটাই আমার ভালো লাগা।’ এরপর কিছুটা গম্ভীর হয়ে অভিনেত্রী যোগ করেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা আল্লাহ জানেন। উনার হাতেই সবকিছু। আমাদের কাজ...