রঙে, গল্পে, মজায় ভরপুর নতুন এক সিজন নিয়ে আসছে দুরন্ত টিভি! এই সিজনে যুক্ত হচ্ছে চারটি নতুন কার্টুন সিরিজ ও একটি প্রতিযোগিতামূলক ইন-হাউজ প্রোগ্রাম, যা ছোটদের বিনোদনের পাশাপাশি জ্ঞান, কল্পনা ও সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখবে। এমনটাই মত প্রকাশ করছে টিভি কর্তৃপক্ষ। দুরন্ত টিভির অনুষ্ঠান বিভাগ জানায়, ৩৩তম এই নতুন সিজনের প্রতিটি অনুষ্ঠানেই থাকছে ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনা। যেমন কখনও মজার অভিযানে, কখনও শেখার আনন্দে। থাকছে নতুন কার্টুন সিরিজ ‘লেক্সি অ্যান্ড লটি ট্রাস্টি টুইন ডিটেকটিভস’, ‘স্পেস নোভা’, ‘রাস্টি নাইট’, ‘ফোর অ্যান্ড আ হাফ ফ্রেন্ডস’ এবং একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বলো তো দেখি’। সেইসাথে থাকছে নিয়মিত অনুষ্ঠান ও কার্টুন সিরিজ ‘রঙ বেরঙের গল্প’, ‘সিসিমপুর’, ‘দ্য ইংলিশ ক্লাব’, ‘ছুটির দিনে’, ‘মীনা’, ‘আমার ছবি আমার গল্প-সিজন ৪’, ‘গল্প শেষে ঘুমের দেশে-সিজন ৪’, ‘দ্য আর্ট রুম’,...